
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দেশি গরু উৎপাদনে এগিয়ে আছে প্রতিজ্ঞা গো খামার প্রকল্প। বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই ফকির পাড়ায় গো খামারটি অবস্থিত। প্রতিজ্ঞা বহুমুখী সমবায় সমিতির এই দেশি গো খামারে মোট ৩২ টি বলদ ও ষাড় গরু রয়েছে। আসন্ন পবিত্র ঈদ উল আযাহা উপলক্ষে ক্রেতাগন তাদের কোরবানির পশু কিনতে ঐ গো খামারে ভিড় জমাচ্ছেন।
গো খামারের পরিচালক আমির হামজা জানান, কোরবানি ঈদকে সামনে নিয়ে আমরা দেশি গরুর চাহিদা মেটাতে গোখামারটি চালু করেছি। আমাদের খামারে মোট ৩২ গরু রয়েছে। এদের এক একটির ওজন ১০ থেকে ১২ মন ওজন হবে। দেশি প্রজাতির গরু হওয়ার কারণে প্রতিদিন গরু কিনতে ক্রেতারা খামারে ভিড় জমাচ্ছেন। আশা করছি কোরবানি ঈদ আসার আগেই সবগুলো গরু বিক্রি হবে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুণাংশু মন্ডল জানান, আমার জানা মতে প্রতিজ্ঞা গো খামাটি বেলকুচিতে দেশি গরু উৎপাদনে এগিয়ে আছে। অতিতেও তারা গো উৎপাদন করে লাভবান হয়েছে এবং ভবিষ্যতে তারা এগিয়ে থাকবে বলে আশা করছি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।