
সেবা ডেস্ক: বকশীগঞ্জে মাসিক সম্বন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বকশীগঞ্জ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার।সভায় মুল বিষয় উপস্থাপনা করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।
মাসিক সম্বন্বয় সভায় বাট্টাজোড় ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার, নিলক্ষিয়া ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, বগারচর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম লেচু, বকশীগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান জেহাদুল ইসলাম জেহাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে সম্বন্বয় সভায় শেষে আসছে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভায়ও অনুষ্ঠিত হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।