
সেবা ডেস্ক: এ বছরের গত ২২ মার্চ সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া পারভীন শিমুর সঙ্গে বিয়ে হয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের।
মায়ের ইচ্ছাতে অনেকটা পারিবারিকভাবে মামাতো বোন শিমুকে বিয়ে করেন দেশ সেরা এই 'কাটার মাস্টার'।
শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী। শিমুর বাবা রওনাকুল ইসলাম বাবু মুস্তাফিজের মেজো মামা।
তার পরিবারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বিশ্বকাপ শেষ হওয়ার পর অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে থাকবেন অতিথিসহ উভয় পরিবারের আত্মীয়-স্বজন।
ইংল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে টাইগারদের। কালই দেশের ফিরতি ফ্লাইট ধরবেন টাইগাররা।
১৩ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে মুস্তাফিজ ও শিমুর বৌ-ভাত। এদিকে মুস্তাফিজুর রহমানের গ্রামের বাড়িতে চলছে বৌ-ভাত আয়োজনের প্রস্তুতি। আত্মীয় স্বজনসহ শুভাকাঙ্খীদের আমন্ত্রণ জানানো হয়েছে। চলছে বাড়িতে সাজসজ্জার কাজ।
মুস্তাফিজুর রহমানের সেজো ভাই মোকলেসুর রহমান জানান, 'পারিবারিকভাবে বিয়ে হয়েছে মুস্তাফিজের। আগামী ১৩ জুলাই বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে অনুযায়ী আয়োজনের প্রস্তুতিও চলছে।'
আগামী ৭ জুলাই মুস্তাফিজ দেশে ফিরে আসার পরই বৌভাতে অংশ নিতে সাতক্ষীরার গ্রামের বাড়িতে চলে যাবেন বলে জানা যায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।