
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে আওয়ামী যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার বিকালে এ উপলক্ষ্যে আনন্দ শুভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব মহিলা লীগের আহবায়ক আঞ্জুমান আরা সভাপতিত্বে হিসেবে উপস্থিত ছিলেন- বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটা, যুগ্ম আহবায়ক মাহিলা আক্তার মালা, নাজনীন আক্তার,ফারহান আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী শাহীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুরর রহমান আনছারী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আফরোজী আক্তার তানিয়া, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান,শ্রম সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়িকা আবিদা সুলতানা যুঁথীর সঞ্চালনায় এ সময় উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মাহমুদুল হাসানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কেক কাটা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।