৪৪০ হিন্দু রোহিঙ্গা পরিবারকে ফেরত নেবে মিয়ানমার

S M Ashraful Azom
0
Myanmar to take back Hindu Rohingya family
সেবা ডেস্ক: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের মধ্যে প্রাথমিকভাবে ৪৪০ হিন্দু পরিবারকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা মিয়ানমার প্রতিনিধি দলের নেতা ও দেশটির পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ে এ তথ্য জানিয়েছেন।

মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা, ধর্ষণসহ নানা নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়ে ১২ লাখের অধিক রোহিঙ্গা। রাখাইন প্রদেশের এই অধিবাসীদের ফিরিয়ে নিতে গড়িমসি করছে বার্মা সরকার।

আন্তর্জাতিক চাপের মুখে নানা কৌশল নিয়েছে সামরিক বাহিনীর শাসিত দেশটির সরকার। চাপের মুখে দীর্ঘ দিন পর দেশটির একটি প্রতিনিধ দল এসেছে রোহিঙ্গাদের দেখতে।

তারা জানালেন, প্রাথমিকভাবে ৪৪০ রোহিঙ্গা পরিবারকে মিয়ানমারে ফেরত নিতে রাজি আছে তারা। তবে তারা এখানে আশ্রয় নেয়া হিন্দু পরিবারকে ফেরত নিবে বলে জানান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ে।

রোববার দ্বিতীয় দিনের মতো কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান প্রতিনিধি দলটি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মিয়ানমারের পররাষ্ট্রসচিব বলেন, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের প্রস্তুতি সম্পর্কে রোহিঙ্গাদের অবহিত করা হয়েছে। একই সঙ্গে তিন দফায় বৈঠকে রোহিঙ্গাদের দাবিসমূহ জানা গেছে। রোহিঙ্গাদের সঙ্গে আবার আলোচনা হবে।

একই সঙ্গে আসিয়ান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, আসিয়ান গত মার্চ মাসে রোহিঙ্গা সংক্রান্ত যে প্রস্তাব দিয়েছে তা বিবেচনা করা হবে।

মিয়ানমারের প্রতিনিধিদলের সদস্যরা সকালে রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে ৩৫ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধিদলের সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করেন। টানা দুই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠকে নিজেদের নানা দাবির কথা জানান রোহিঙ্গারা।

রোহিঙ্গারা বলেন, নাগরিকত্ব, স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা দিলে তারা স্বদেশে ফেরত যাবেন। মিয়ানমারের প্রতিনিধিরা তাদের কথা শোনেন এবং স্বদেশে ফেরত যাওয়ার আহ্বান জানান। ফেরত গেলে তাদের দাবি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। এরপর মিয়ানমারের প্রতিনিধিদলের সদস্যরা হিন্দু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে হিন্দু রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ে’র নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল শনিবার বিমানযোগে কক্সবাজার পৌঁছায়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top