
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি থানায় পুলিশের কনস্টেবল পদে ১০৩ টাকা খরচে দুই নারী সহ ২২জন চাকুরী পেয়েছে। তাদেরকে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ফুলদিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টমুখ করান তিনি। এসময় তাদেরকে দিকনির্দেশনা প্রদান করেণ।
ইতিমধ্যে তাদের চাকুরীর পুলিশ ভেরিফিকেশন সহ অনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে। এখন ট্রেনিং ইনস্টিটিউটে যাওয়ার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন নব্য পুলিশে চাকুরী পাওয়া সদস্যরা।
এদিকে নব্য পুলিশে চাকুরী পাওয়া সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম। রবিবার সন্ধ্যায় বেলকুচি থানা প্রঙ্গনে ফুলে দিয়ে অভিনন্দন জানান তিনি।
এসময় তিনি নব্য পুলিশে চাকুরী প্রাপ্তদেরকে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন এবং তাদেরকে চাকুরী ব্যাপারে কোন প্রকার কারো সাথে অর্থনৈতিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।