বকশীগঞ্জে দৈনিক যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে দৈনিক যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বকশীগঞ্জ প্রতিনিধি:  জামালপুরের বকশীগঞ্জে বৈরী আবহওয়া উপেক্ষা করে জাঁকজমকপূর্ণ পরিবেশে দেশের সনামধন্য জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৫ জুলাই সোমবার দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রেসক্লাবে কেক কাটা, শোভাযাত্রা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সকলের উপস্থিতিতে কেক কাটা হয়। কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বকশীগঞ্জ ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

কেক কাটা অনুষ্ঠানে এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের বকশীগঞ্জ সংবাদদাতা জিএম ফাতিউল হাফিজ বাবু, সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক নুরুজ্জামান খান, সাংবাদিক এসএম আশরাফুল আজম, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বকশীগঞ্জ খয়ের উদ্দিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাংবাদিক ফিরোজ আল মুজাহিদ, সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, সরকার আকতার হোসেন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব শরিয়তুজ্জামান , বগারচর ইউনিয়ন পরিষদেও সচিব এসএম মুছা আমিন,ধানুয়া কামালপুর ইউপি সচিব আবদুল লতিফ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সমন্বয়কারী গোপাল চন্দ্র সাহা সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কেক কাটা শেষে দৈনিক যায়যায়দিনের শুভ কামনা জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল অতিথি যায়যায়দিন পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top