
সেবা ডেস্ক: দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সকল প্রকার চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন। গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক ঘোষণায় এ চুক্তি বাতিলের সিদ্ধান্তের খবর জানান।
তিনি বলেন, উভয়পক্ষের খারাপ সম্পর্কের কারণে ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাস্তবায়ন বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী দল (পিএলও) সঙ্গে রামাল্লায় এক বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, আমরা ইসরাইলের পক্ষে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করছি।
আব্বাস আরও বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, সম্প্রতি ইসরাইলি সরকার পশ্চিম জেরুজালেমে ফিলিস্তিনিদের বসতি ধ্বংস করে অধিগ্রহণ করেছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের ওপর এভাবে চাপাচাপির পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলি শক্তি প্রয়োগের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আব্বাস।
প্রসঙ্গত গেল সোমবার ইসরাইলি বাহিনী ফিলিস্তিন নিয়ন্ত্রিত পশ্চিমতীরে সীমান্তের কাছে অবস্থিত বাড়িঘর গুঁড়িয়ে দেয়া শুরু করে। তাদের দাবি, এসব স্থাপনা সীমান্তরেখার একদম কাছে অবৈভাবে নির্মাণ করা হয়েছিল।
এ সময় তারা শতাধিক পুলিশ ও সেনা নিয়ে সুরবাহার গ্রামে বুলডোজার নিয়ে ১৭ ফিলিস্তিনির ঘরবাড়িতে ভাঙচুর চালায়। ফিলিস্তিনিরা বলছেন, এটি পশ্চিমতীরের জমি দখলের জন্য ইসরাইলের একটি প্রচেষ্টা।
ইসরাইলের হাইকোর্ট বাড়ি গুঁড়িয়ে দেয়ার আদেশের বিরুদ্ধে আপিল প্রত্যাখ্যান করে বলেছেন, সীমানা বেড়ার পাশে নো-বিল্ড জোনের মধ্যে ঘরগুলো স্থাপন করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।