প্রিয়া সাহার বক্তব্য সম্পূর্ণ অসত্য: ওবায়দুল কাদের

S M Ashraful Azom
0
প্রিয়া সাহার বক্তব্য সম্পূর্ণ অসত্য ওবায়দুল কাদের
সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রিয়া সাহার কথা শুনেছি, মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের কাছে তিনি যে বক্তব্য দিয়েছেন তার ভিডিও দেখেছি, কীভাবে এ ভিডিও ছড়িয়ে গেলো তা বুঝলাম না। প্রিয়া সাহার এ বক্তব্য সম্পূর্ণ অসত্য। কোনো ভাবে গ্রহণ যোগ্য না।

শনিবার (২০ জুলাই) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক জবাবে তিনি এ কথা জানান। আওয়ামী লীগ সভাপতির রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠাত হয়।

প্রিয়া সাহার এটা উদ্দেশ্যমূলক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন কেউই এ বক্তব্যের সঙ্গে এক মত হবেন তারা তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, দেশের বিরুদ্ধে অসত্য দেশদ্রোহীমূলক বক্তব্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। প্রিয়া সাহা আওয়ামী লীগ ও এর কোনো সহযোগী সংগঠনের সঙ্গে কোনো ভাবে সস্পৃক্ত না। আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রস্তুতি চলছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top