
সেবা ডেস্ক: আজ দুপুর ১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সংবাদ সম্মেলনে গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন,হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য আসনে মনোনয়ন দিতে গঠনতন্ত্র মোতাবেক দলীয় ফোরামে আলোচনা করেই প্রার্থী চুড়ান্ত করা হবে। এছাড়া বিরোধী দলীয় নেতা নির্বাচনেও দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা স্পিকারকে জানিয়ে দেবো।
তিনি বলেন, ২৬ জুন থেকে পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ থাকায় আমরা দলীয় কোন কর্মকান্ডে অংশ নিতে পারিনি। দলকে শক্তিশালী করতে অচিরেই সারাদেশে সাংগঠনিক টিম কাজ শুরু করবে।
তিনি বলেন, আজ আমি মিডিয়ার সকল বন্ধুসহ যারা পল্লীবন্ধু এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সহমর্মিতা প্রকাশ করেছেন, যারা তাঁর জানাজায় শরিক হয়েছেন, যারা তাঁর শবযাত্রায় শামিল হয়েছেন, সারাদেশের মানুষ যারা তাঁর জন্য দোয়া করেছেন, যারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন, তারাসহ গোটা দেশবাসীর প্রতি আমি, আমাদের পার্টি এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে গভীর কৃতজ্ঞতা জানাতে এই সংবাদ ব্রিফিং-এর আয়োজন করেছি।
আমি আরো বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকারের প্রতি। কৃতজ্ঞতা জানাই- আমাদের গর্বিত তিন বাহিনীর সকল সদস্যদের প্রতি, যারা পল্লীবন্ধু এরশাদকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছেন, আমি কৃতজ্ঞতা জানাই- বাংলাদেশে অবস্থানরত সকল ক‚টনৈতিক মিশনের সদস্যদের প্রতি যারা পল্লীবন্ধুর এরশাদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন, আমি কৃতজ্ঞতা জানাই সম্মিলিত সামরিক হাসপাতালের সুদক্ষ চিকিৎসকদের প্রতি- যারা অক্লান্ত পরিশ্রম করে পল্লীবন্ধু এরশাদকে চিকিৎসা সেবা দিয়েছেন, আমি আরো কৃতজ্ঞতা জানাই- যেসকল স্টাফ পল্লীবন্ধুর চিকিৎসাধীন অবস্থায় তাঁকে সেবা দিয়েছেন।
গতকাল আজাদ মসজিদে অনুষ্ঠিত পল্লীবন্ধুর কুলখানিতে যেসকল বরেণ্য ব্যক্তিত্ব এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছেনÑ তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই।
আপনারা বিগত দিনগুলোর মতো আজও আমার আহবানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়ে আমাকে আবারও কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন।
পল্লীবন্ধু এরশাদ গত ২৬ জুন গুরুতর অসুস্থ্য হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হবার পর থেকে টানা ১৬ দিন আপনারা এখানে এসে তাঁর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আমার ব্রিফিং শুনেছেন, আপনাদের স্ব স্ব মিডিয়ায় তা প্রচার ও প্রকাশ করেছেন, সরাসরি সম্প্রচার করেছেন, কোনো কোনো দিন আপনারা দিনে দু’বারও এসেছেন, আবার সারাদিন এখানে অপেক্ষাও করেছেন- পল্লীবন্ধুর অবস্থা জানার জন্য।
১৪ জুলাই তারিখ সকাল ৭:৪৫ মিনিটে পল্লীবন্ধু এরশাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর রংপুরে তাঁর দাফন পর্যন্ত আপনারা মিডিয়া কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন- তা আমার কাছে বর্ণনাতীত। এর জন্য শুধু কৃতজ্ঞতা প্রকাশ করলে খুব কম হয়ে যাবে। আমরা আপনাদের এই অবদানের কথা কোনোদিন ভুলতে পারবো না।
পল্লীবন্ধুকে দাফন করার ব্যাপারে দু’টি প্রস্তাব ছিলো- (এক) ঢাকার বনানীস্থ সেনা কবরস্থান এবং (দুই) রংপুরে তাঁর নিজ বাসভবন পল্লীনিবাসে। শেষ পর্যন্ত রংপুরবাসীর ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা পারিবারিকভাবে রংপুরেই তাঁকে সমাহিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেখানে সম্পূর্ণ রাষ্ট্রীয় এবং সামরিক মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে। আমরা অচিরেই পল্লীবন্ধুর স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করবো।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।