
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় অনৈতিক কাজের উদ্দ্যেশে জড়িয়ে ধরায় গৃহবধু নিজের ইজ্জত বাঁচাতে শামীম হোসেন (৩০) নামে এক বখাটে বাস চালককে কুপিয়ে আহত করেছে। আহত শামীম হোসেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই গৃহবধু বাদী হয়ে বখাটে শামীম হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। শামীম হোসেন উপজেলার কালেরপাড়া গ্রামের জিল্লার মন্ডলের ছেলে।
অভিযোগ সুত্রে জানা গেছে, বাস চালক শামীম হোসেন একই গ্রামের এক প্রান্তিক চাষির স্ত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছে। গৃহবধুর স্বামী বিচার চেয়ে এ বিষয়টি শামীমের পরিবারকে জানানো হয়। এতে ওই গৃহবধুর উপর ক্ষুব্ধ হয়ে উঠে বখাটে শামীম হোসেন।
এ অবস্থায় সোমবার বিকেলের দিকে গৃহবধুর স্বামী বাড়িতে না থাকার সুযোগে শামীম তার ঘরের ভেতর প্রবেশ করে। শামীম হোসেন গৃহবধুকে উত্যক্তের এক পর্যায়ে অনৈতিক কাজের উদ্দ্যেশে জড়িয়ে ধরে। এসময় গৃহবধু তার ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে শামীম হোসেনকে কুপিয়ে আহত করে।
এ সময় স্থানীয় লোকজন আহত শামীমকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্যকমরপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাস চালক শামীম হোসেন বলেন, ওই গ্রহবধুর স্বামী অনেক দিন আগে ৪ হাজার টাকা কর্জ নিয়েছে। সেই টাকা পরিশোধের কথা বলে আমকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে আহত করেছে। গৃহবধুকে উত্যক্ত করার অভিযোগ সঠিক না।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, গৃহবধুর অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।