
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, নিবন্ধনের জন্য আট হাজারের বেশি অনলাইন সংবাদ মাধ্যমের আবেদনপত্র জমা পড়েছে। এগুলোর যথাযথ যাচাই-বাছাই করে তবেই রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে।
সোমবার সচিবালয়ে ডিসি সম্মেলনের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আট হাজার অনলাইন বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক সে প্রসঙ্গটি অবশ্যই আসে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে, যেগুলোর আসলে প্রয়োজন আছে, সত্যিকার অর্থে কাজ করার সামর্থ্য রাখে বা অন্যকোনো উদ্দেশ্যে দরখাস্ত করা হয়নি; সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে।
পরীক্ষা-নিরীক্ষা করতে কতোদিন সময় লাগবে-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা একটু সময় লাগবে। তবে যত দ্রুত সম্ভব চেষ্টা করা হবে। যেগুলো সত্যিকার অর্থে অনলাইন হিসেবে কাজ করে তাদের দ্রুতই রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে।
অধিবেশনে নিউ মিডিয়া ও অনলাইন মিডিয়ার ক্ষেত্রে শৃঙ্খলার বিষয়গুলো আলোচিত হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা আশা করছি, যখন রেজিস্ট্রেশন হবে তখন সেখানে একটি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।