
স্টাফ রিপোর্টার: নদীতে মাছ ধরতে গিয়ে কাউসার (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার পিতার নাম রমজান আলী। বাড়ি জামালপুর পৌর এলাকার পাথালিয়া গ্রামে।
শনিবার, বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে সে মারা যায়।
প্রত্যক্ষদর্শিতের মতে, ঘটনার দিন সে সকাল থেকেই নদী সাতরে ওপারে গিয়ে জ¦াল দিয়ে মাছ ধরছিল। শেষ বার গিয়ে আর তীরে ফিরতে পারেনি। মাঝ নদীতে দম বন্ধ হয়ে সে মার গেছে।
তারপরেও শেষ চেষ্টা হিসেবে তাকে হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।