
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: পানিতে ডুবে দেড়বছরের আলিফ নামের এক শিশু অলৌখিক ভাবে বেঁচে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
২জুলাই (মঙ্গলবার) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মহনগঞ্জ ইউনিয়নের ঢাকাইয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
প্রত্যেক্ষদর্শিরা জানান, দেড়বছরের শিশু আলিফ আঙ্গিনায় খেলতে খেলতে বাড়ির পাশে জমিতে গড়িয়ে পড়ে এবং বন্যার পানিতে ডুবে যায়। আশপাশে খোজাখুজির এক পর্যায় পানি থেকে তাকে উদ্ধার করা হয়। ওই সময় শিশুটিকে সবাই মৃত্যু ভাবলেও তাকে বাঁচাতে প্রাথমিক চিকিৎসা চালিয়ে যান। পানি থেকে উদ্ধারের আনুমানিক ৩০/৩৫ মিনিট পর শিশু আলিফ অলৌকিক ভাবে কেঁদে উঠে। পরে তাকে রাজিবপুর হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে রাজিবপুর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ দেলোয়ার হোসেন বলেন, শিশুটিকে গুরত্বসহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।
শিশুটি রাজিবপুর উপজেলার মহনগঞ্জ ইউনিয়নের ঢাকাইয়াপাড়া গ্রামের আলম মিয়ার ছেলে। তার মা ফরিদা পারভিন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।