
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের প্রলোভনে ধর্ষিতা তরুনী এখন অন্ত:স্বত্বা। টানা এক বছর ধরে ধর্ষণ করেছে মাসুদ রানা ওরফে নাপিত মাসুদ। বিয়ের প্রলোভনে সম্পর্ক গড়ে তোলে ধর্ষণের পরও বিয়ে নাকরায় অবশেষে অন্তঃসত্ত¡া বাদি হয়ে থানায় মামলা করেছেন। মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বলেন মামলার মঙ্গলবার প্রেক্ষিতে ধর্ষিতাকে করে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
একই ইউনিয়নের বড়সড়া গ্রামের হায়দার আলীর ছেলে দুই সন্তানের জনক মাসুদ রানা ওরফে নাপিত মাসুদ (৩২)। মাসুদের অত্যাচারের অতিষ্ট হয়ে ওই তরুণীকে বিয়ে দেয়া হয়। এতে মাসুদ ক্ষিপ্ত হয়ে ওই তরুণীর স্বামীর বাড়িতে গিয়ে নানা কুৎসা রটালে সেই বিয়ের বিচ্ছেদ ঘটে। এ নিয়ে ২৯ জুন তিনি মাসুদের বাড়িতে গিয়ে ঘটনা জানালে মাসুদ ও তার বাবা-মা তাকে মারধর করে তাড়িয়ে দেয়।
তরুণীর মা অভিযোগ করেন, মাসুদ তার মেয়েকে স্বামীর ঘর করতে দেয়নি। বিয়ের কথা বলে মেয়ের সর্বনাশ করে এখন অস্বীকার করছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।