
সেবা ডেস্ক: তৃতীয় বারের জন্য বাবা হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ফুটফুটে পুত্রসন্তানের মা হলেন অভিনেতার প্রেমিকা গ্যাব্রিয়েলা। আর এমন খবরে টুইট করে অর্জুনকে অভিনন্দন জানালেন নিধি দত্ত।
গতকালই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন গ্যাব্রিয়েলা। হাসপাতালে হাজির ছিলেন অর্জুন ও তার আগের পক্ষের দুই মেয়ে মাহিকা ও মাইরা। গ্যাব্রিয়েলার পাশে থাকতে মুম্বাইয়ের হাসপাতালে হাজির হন গ্যাব্রিয়েলার মা-বাবা। হাসপাতালে বসে খেতে খেতে বই পড়ারও ছবি দেন গ্যাব্রিয়েলাও।
এর আগে ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অর্জুন জানান, তার দুই মেয়েই ভালবেসে আপন করে নিয়েছে তার প্রেমিকাকে। গ্যাব্রিয়েলাকে পরিবারেরই একজন মনে করেন দুই মেয়ে।
চলতি বছর এপ্রিলেই প্রথম গ্যাব্রিয়েলার প্রেগনান্সির কথা ঘোষণা করেন অর্জুন। তিনি লেখেন,তোমাকে পেয়ে আমি ধন্য। বেবির জন্য ধন্যবাদ বেবি।
এক বছর আগেই মিউচুয়াল ফ্রেন্ডের মারফত আলাপ হয়, অর্জুন-গ্যাব্রিয়েলার। দক্ষিণ আফ্রিকান মডেলের সঙ্গে সম্পর্কের বিষয়ে বরাবরই খোলামেলা থেকেছেন অর্জুন। এই মূহুর্তে দ্য ফাইনাল কল নামের এক ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত অভিনেতা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।