টয়লেটে গিয়ে অণ্ডকোষ হারালো যুবক

S M Ashraful Azom
0
টয়লেটে গিয়ে অণ্ডকোষ হারালো যুবক
সেবা ডেস্ক: ঝিনাইদহ সদরে বুধবার রাতে এক যুবকের অণ্ডকোষ কেটে ফেলেছে। এ ঘটনায় আহত যুবককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাদল কুমার বিশ্বাস উপজেলার হরিশংকর ইউপির পানামী গ্রামের নির্মল কুন্ডু বিশ্বাসের ছেলে।

বাদল কুমার বিশ্বাস বলেন, মধ্যরাতে টয়লেটে যাওয়ার জন্য বাইরে বের হই। উঠান পার হয়ে কলপাড়ে আসার পরই কেউ আমার চোখ বেঁধে ফেলে। এরপর পাশের কলাবাগানে নিয়ে অন্ডকোষ কেটে ফেলে।

বাদলের বাবা নির্মল কুন্ডু বিশ্বাস বলেন, রাত তিনটায় ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা খোলা। বাদলও ঘরে নেই। এরপর বাদলকে রাতে কোথাও খুঁজে পাইনি। সকালে কলাবাগানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকত দেখে দ্রুত হাসপাতালে ভর্তি করি।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top