
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনার যমুনার পানি বিপদসীমা ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতেকরে উপজেলার প্রায় অর্ধলক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলা স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানাগেছে।
ভারী বর্ষণ ও উজান থেকে পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার প্রায় ৩০টি গ্রামে হু হু করে পানি ঢুকে প্লাবিত হয়ে পড়েছে। পানি তোড়ে উপজেলার চিনাডুলী ইউনিয়নে পূর্ববামনা ও উলিয়ায় বন্যা নিয়ন্ত্রণ সড়ক বাঁধে ভাঙন সহ ডেবরাইপ্যাচ ব্রীজ দেবে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও দেওয়ান পাড়া ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেলগাছা ইউনিয়নের মন্নিয়াচর,বরুল গ্রামে প্রায় ৫০টি পরিবার নদী ভাঙ্গনের কবলে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান-বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন সব ধরণের প্রস্ততি গ্রহণ করেছে। বন্যা কবলিতদের জন্য পর্যাপ্ত ত্রান রয়েছে। সার্বক্ষনিক খোজ খবর রাখা হচ্ছে।
উপজেলা পরিষদের চেযারম্যান এড.জামান আব্দুন নাছের বাবুল জানান-বন্যা কবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন সব সময় আছে। এলাকায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও লক্ষ রয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।