
সেবা ডেস্ক: সারেগামাপা’তে অংশগ্রহনকারী বাংলাদেশের সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল মৌলিক গানের কাজ শুরু করেছেন। তার নতুন গানের মিউজিক করছেন ভারত ও বাংলাদেশের মিউজিশিয়ানরা। এরই মধ্যে ‘সুনন্দা’ নামের একটি গানের রেকর্ডিংয়ের কাজও শেষ করেছেন তারা।
বিষয়টি নিয়ে নোবেল বলেন, আমার নতুন গানে চেষ্টা করেছি দুই বাংলার মিউজিশিয়ানদের সম্মিলন। খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে ‘সুনন্দা’ নামে একটি নতুন গান। এখানে বাংলাদেশের জাহিন রশীদ ও সাদমান মাতিস বাজিয়েছেন গিটার, কলকাতার বাচস্পতি চক্রবর্তী বাজিয়েছেন বেইজ এবং ফকিরা ব্রান্ডের সদস্য অভিরূপ দাস বান্টি বাজিয়েছেন ড্রামস।
তিনি আরো বলেন, এখনো গানের কাজ সম্পূর্ণ শেষ হয়নি। আরো কিছু চমক আছে, যা সামনে সবাই জানতে পারবেন। শুধু একটি গানই নয়, আরো বেশ কয়েকটি মৌলিক গান নিয়ে কাজ করবো।
ভারতের টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়্যালিটি শো সারেগামাপার মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছেন মাঈনুল আহসান নোবেল। এখনো চলছে সেই প্রতিযোগিতা। এ মাসেই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। শুরুতে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন প্রতিযোগী অংশ নিলেও শেষ অবধি গ্র্যান্ড ফিনালের মঞ্চে ছিলেন একমাত্র নোবেলই।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।