রিলিজ হল ওয়েব সিরিজ ‘ভন্ড’

S M Ashraful Azom
0
The release is the web series 'Wond'
বিনোদন প্রতিবেদক: গত ২৮ জুলাই স্বপ্নমহল ইউটিউব চ্যানেলে রিলিজ হল ওয়েব সিরিজ  ‘ভন্ড’।  ওয়েব সিরিজ  এ অভিনয় করছেন সরিষাবাড়ী পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলার সরিষাবাড়ীর ধানাটা গ্রামের সন্তান মাসুদুর রহমান ।  “ভন্ড” শিরোমের ধারাবাহিক নাটকটিতে ব্লুটুথ বাবার চরিত্রে রয়েছেন আবু ফাহিম । অন্যান্য চরিত্রে রয়েছেন  সাঁঝমান নন্দ, ওভিদ আনার, তূষার সমীরন, রুদ্রতুল রানার সহ আরো অনেকেই । এই ওয়েব সিরিজের পরিচালনা করছেন উচ্ছল হাসান, প্রযোজনা করেছেন মাসুদুর রহমান নিজেই। চিত্রগ্রহণে রয়েছেন বিনি আমিন শেখ শাওন।
ভিডিওটি দেখতে-https://www.youtube.com/watch?v=ZQYRQSXfLmg

মাসুদুর রহমান জানায় , ধারাবাহিকটিতে আলাদা আলাদা ভন্ডামীর গল্প নিয়ে পর্বগুলো সাজানো হয়েছে। ধারাবাহিকের প্রথম পর্বে দেখা যাবে ” ভন্ড ” । গল্পে শিক্ষিত তিন বেকার যুবকের চাকরী না পেয়ে হতাশ হয়ে ভন্ডামি করে মানুষ ঠকিয়ে টাকা উপার্জনের বিভিন্ন কৌশল দেখা যাবে এই ধারাবাহিকটাতে । শিক্ষিত তিন বেকার বন্ধু চাকরী না পেয়ে বাড়ি ছেড়ে বের হয় টাকা উপার্জনের জন্য । কোনো উপায়ান্তর না দেখে মোবাইল ফোনের বøুুটুথ ডিভাইস দিয়ে প্রতারনার জাল বুনতে থাকে । গল্পের শেষে সেই জালে পা দেই আমি । আমি বিশ্বাস অর্জন করতে পারলেও সন্ধার আগেই সেই এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে যায় বøুটুথ বাবা ।এভাবেই প্রায় ২০টি গল্পে নতুন প্রতারনা নিয়ে ধারাবাহিকটি রচনা করেছেন শাত-ইল রাস । তিনি আরো বলেন , ওয়েব সিরিজে উচ্ছল ভাই এর দিক নির্দেশনা ও ফাহিম ভাইয়ের সহযোগিতায় ২পর্ব শেষ করতে পেরেছি। শ্রীঘ্রই রিলিজ হচ্ছে । সকলের দোয়া ও ভালবাসা সাথে থাকলে অনেক দুর পর্যন্ত যেতে পারবেন বলে আশা করছেন মাসুদুর রহমান।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top