
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর সংবাদদাতা: জামালপুরের ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বন্যা কবলিত মানুষদের পাশে নিজস্ব অর্থায়নে ৭দিন থেকেই ত্রাণ বিতরণ করছেন সরকারি ইসলামপুর কলেজের উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ।
জানাগেছে,পৌর শহরের ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে বানবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বায়েজিদ আহেমদ ফরিদী, প্রভাষক আশরাফুল ইসলাম, হোসেন আলী, এস.এম উবায়দুল্লাহ, ই¯্রাফিল হোসেন, মুখলেছুর রহমান, রায়হান ইসলাম, আঞ্জুয়ারা বেগম, আনোয়ার, বিপুল, মাজু উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ও পৌর আ’লীগসহ ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ, শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।