
সেবা ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপে বার্মিংহামের এজবাস্টনে বাঁচা-মরার লড়াইয়ে ভারতের বিপক্ষে আজ মাঠে নেমেছে মাশরাফী বাহিনী। এই ম্যাচে পরাজয় মানেই সেমি ফাইনালের আশা শেষ টাইগারদের। তাই ভারতের বিপক্ষে ম্যাচে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়েছে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচের সঙ্গে সম্পৃক্ত থাকতে চায় বাংলাদেশি সমর্থকরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-২, বিটিভি, মাছরাঙা ও গাজী টেলিভিশন।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সর্বশক্তি দিয়েই মাঠে লড়ছেন সাকিব-তামিম-মাশরাফীরা। আজকের ম্যাচ নিয়ে তাই টানটান উত্তেজনা বিরাজ করছে টাইগার সমর্থকদের। মাশরাফী-সাকিবদেরকে সমর্থন দিতে লুঙ্গি পড়ে গ্যালারি কাঁপাচ্ছেন এই টাইগারপ্রেমীরা।
ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।