বকশীগঞ্জের গর্ব ব্যারিস্টার তাসনিম রকিব অদিতি

S M Ashraful Azom
0
বকশীগঞ্জের গর্ব ব্যারিস্টার তাসনিম রকিব অদিতি

আফজাল শরীফ: ব্যারিস্টার তাসনিম রকিব। পেশায় তিনি একজন আইনজীবী। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান খেওয়ারচর গ্রামের এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত ব্যক্তিত্ব কৃষিবিদ হাজী মোঃ মকবুল হোসেন এর ছেলে বিদেশ থেকে ডিগ্রীপ্রাপ্ত দন্ত চিকিৎসক বিশেষজ্ঞ ডাঃ মোঃ রকিবুল হোসেন রুমীর কন্যা তিনি। ব্যারিস্টার তাসনিম রকিব ছাড়াও ডা. রুমীর আরো এক কন্যা ও এক ছেলে রয়েছে।

ডা. রুমীর বড় কন্যা ডাঃ তাহসিন রকিব অবন্তী, ছোট কন্যা ব্যারিস্টার তাসনিম রকিব অদিতি এবং পুত্র রিদওয়ান রকিব ঐতিয্য। ব্যারিষ্টার অদিতির পূর্ব বংশধর পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের ১টি উচ্চ শিক্ষিত পরিবার বলে আখ্যায়িত ছিল। ডা. রুমীর পূর্ব পুরুষ মরহুম ফুল মাহমুদ সরকারের ছেলে ও নাতিগণ বিদেশ থেকে ডিগ্রী অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জল করেছেন।

জানা গেছে ডাঃ রকিবুল হোসেন রুমীর পাইওনিয়ার ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল, সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ, সাফেনা জেনারেল এন্ড ডেন্টাল হসপিটাল নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ডাঃ রুমীর বড় মেয়ে ডাঃ তাহসিন রকিব অবন্তী জনসেবামূলক কাজে করে যাচ্ছেন।

ছোট মেয়ে ব্যারিস্টার তাসনিম রকিব অদিতি তিনিও সুপ্রীমকোর্টের একজন আইনজীবী। তিনি মিথ্যা মামলায় পড়া ব্যাক্তিদের হয়রানী বন্ধে তাদের পাশে দাড়িয়ে আইনী লড়াইয়ের মাধ্যমে সেবা মূলক কাজ করে যাচ্ছেন।

ব্যারিস্টার অদিতি শুধু হাই কোর্ট, সুপ্রীম কোর্টেই নয় তিনি নিম্ন আদালতে এসে জামিন পাওয়ার অযোগ্য আসামীকে তার আইনী লড়াইয়ের মাধ্যমে দক্ষতা ও যুক্তি দিয়ে জামিন করে থাকেন। নিম্ন আদালতে এসে অস্ত্র মামলা ও হত্যা মামলার জামিনে অযোগ্য আসামী দেওয়ানগঞ্জের সাবেক মেয়র মোহাম্মদ নুরুন্নবী অপু ও বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখালকে জামিন করে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ বাসীর মাঝে এক ইতিহাস সৃষ্টি করেছেন। বর্তমানে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ বাসীর রাজনীতিবিদ শিক্ষিত সমাজসহ সর্বস্তরের মানুষের মুখে তার কৃতিত্বের প্রশংসা অব্যাহত রয়েছে।

অদিতি একজন ব্যারিষ্টার হিসাবেই পরিচিত নয়। তিনি একজন সাদা মনের সরল ও সহজ এবং অহংকার বিহীন ব্যক্তিত্ব। তার ব্যবহারে সবাই সন্তুষ্ট। কারণ তার নিকট গরীব ও ধনীর কোন পার্থক্য নেই। সবার সাথে একই রকম কথা বার্তা আন্তরিকতার প্রধান্য দেন তিনি। মাঝে মাঝে তার আগমন বকশীগঞ্জ বাসী কামনা করেন। এছাড়াও অদিতি লিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর এলাকায় নিজস্ব অর্থায়নে একটি কোরআন শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠান চালু করেছেন।

পরিশেষে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের চর এলাকার জলেভাষা অসহায় মানুষ ভবিষ্যতে সেবামূলক কাজে নিয়োজিত থাকার স্বপ্ন দেখছেন। জনগণের মনজয় করতে পারবেন বলে বিজ্ঞ মহলের আশা ও কামনা।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top