
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে এবারের রেকর্ড ভঙ্গ বন্যায় মানুষ মানবেতর জীবন যাপন করলেও কোন এনজিও সংস্থা কার্যক্রম এখনো চোখে পড়েনি।
উপজেলার পশ্চিমাঞ্চলের ৮টি ইউনিয়নের মানুষগুলো শতভাগ ক্ষতিগ্রস্থ এবং পৌরসভা ও পূর্বাঞ্চলের চারটি ইউনিয়নের ৮০ভাগ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। বন্যা দূর্গত মানুষদের খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের প্রতিনিধি দল প্রতি নিয়তই খোজ খবর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলেও উন্নয়ন সংঘ ব্যতিত কোন এনজিও এখনো সহযোগীতা করেনি।
এদিকে শুকনো খাবার,শিশুখাদ্য সহ গো খাদ্যের চরম সংকট দেখা দিলেও অধ্যবদি পর্যন্ত কোন এনজিও প্রতিনিধিকে ভানবাসী মানুষের কোন ত্রান ও সহযোগীতা করতে দেখা যায়নি। উপজেলার বন্যা কবলিত এলাকায় বিভিন্ন আশ্রিয় পয়েন্টে গিয়ে ভানবাসীদের মুখে এসব কথা শুনা যায়।
চিনাডুলী ইউনিয়নের বামনা সড়কে আশ্রিত জামেলা খাতুন জানান- খালি এমপি আর চেয়ারম্যান আহে,আর কেউ আহেনা। এমন আক্ষেপ নিয়ে আশ্রিয় সুলতানা,রাকিয়া সহ কয়েকজন এসব কথা বলেন। এছাড়াও বেলগাছা ইউনিয়নের ধনতলা সড়কে আশ্রিত একাধিক ভানবাসীরা একই কথা জানান। এ ব্যাপারে চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আঃ সালাম ও আঃ মালেক জানতে চাইলে তারা জানান-এখন পর্যন্ত কোন এনজিও ত্রান সামগ্রী নিয়ে আসেনি। তারা সকলকে ভানবাসীদের পাশে দাড়ানোর অনুরোধ জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।