
এ. এইচ লালন: জামালপুরের বকশীগঞ্জে পৌর এলাকায় মালির চর মন্ডল পাড়া এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার মধ্যে রাতে দিকে আগুনের সূত্রপাত ঘটে।
মালিরচর মন্ডলপাড়া এলাকার মৃত. মফিজল খন্দকার এর ছেলে শহিদুল খন্দকার ও মোকারম খন্দকারের ২টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুলের বসত ঘর থেকে রাত ৩ দিকে বিদ্যুতিক সর্ট সার্কিটের আগুনের সূত পাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের ২টি বসত ঘরসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায় পরে পার্শ্ববর্তী উপজেলা শ্রীবরদী থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
ঘরে থাকা নগদ টাকা, স্বর্নালংকার, ধান, চাউল ও একটি ষাঁড় গরু পুড়ে ছাই হয়ে যায় এতে করে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।