বিশ্ব বাঘ দিবস: ‘বাঘ সুরক্ষায় শপথ করি, সুন্দরবন রক্ষা করি’

S M Ashraful Azom
0
World Tiger Day: 'Sworn in tiger protection, protect Sundarbans'
সেবা ডেস্ক: ‘বাঘ সুরক্ষায় শপথ করি, সুন্দরবন রক্ষা করি’ স্লোগানকে সামনে রেখে আজ ২৯ জুলাই সোমবার বিশ্বের ১৩টি দেশে বিশ্ব বাঘ দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আয়োজনে সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি হয়।

বন বিভাগের তথ্য অনুযায়ী, তিন বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে আটটি। ২০১৫ সালে ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে পাওয়া যায় ১০৬টি। তাছাড়া সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের বিচরণক্ষেত্র ৪৪৬৪ বর্গ কিলোমিটার। তাই বাঘ গবেষণা ও জরিপে সর্বাধুনিক বিজ্ঞানভিত্তিক পদ্ধতি এসইসিআর মডেলে তথ্য বিশ্লেষণ হয়। তাতে দেখা যায়, সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪টি। বাঘের সংখ্যা বাড়াতে প্রকল্পের মাধ্যমে বন এলাকার মানুষদের সচেতনা বৃদ্ধি করা হচ্ছে।

পরিবেশবিদদের মতে, সুন্দরবনে এক সময় প্রায় সাড়ে পাঁচশ রয়েল বেঙ্গল টাইগার বিচরণ করতো। কিন্তু বাঘ কমে যাওয়ার পিছনে যেসব কারণ ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল চোরা শিকারি। এই চোরা শিকারিরা বাঘ ও হরিণ শিকার করে পাচার করে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণের কারণেও কমেছে বাঘের সংখ্যা।

বন সংরক্ষক খুলনা অঞ্চলের সূত্রে জানা যায়, ২০১৪-২০১৮ সালে সুন্দরবনে বাঘ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ সময় বাঘ বাঁচাতে সুন্দরবনের সঙ্গে জড়িত সব পেশাজীবীদের সচেতন করা হয়েছে। পাশাপাশি ভিলেজ টাইগার রেফারেন্স টিমও গঠন করা হয়েছিলো। ২২টি কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সঙ্গে অস্ত্র সরঞ্জাম নিয়ে স্মার্ট পেট্রোলিং টিম কাজ করেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার বলেন, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অংশে বাঘ সংরক্ষণ, শিকার বন্ধ, বন সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ের ওপর কাউন্সিলিং করা হচ্ছে। এই প্রকল্পে বাঘ লোকালয়ে আসলে পিটিয়ে হত্যার প্রবণতা কমেছে। এদিকে বাঘের হামলায় কেউ আহত হলে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং নিহত হলে এক লাখ টাকা দেয়া হচ্ছে।

পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, প্রকল্পের সবচেয়ে বড় সাফল্য হরিণ শিকার কমে যাওয়া। বাঘের খাবারের ৮০ ভাগ আসে হরিণ থেকে। হরিণ শিকার কমে যাওয়ায় বাঘের খাদ্যের সমস্যা কমেছে। এতে করে বাঘ খাবারের সন্ধানে লোকালয়ে কম আসছে। ২০১৫ সাল থেকে ২০১৮ সালে এই পরিবর্তন হয়েছে। এ বছরের ২২মে সর্বশেষ বাঘ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায় ২০১৫ সালের তুলনায় আটটি বাঘের সংখ্যা বেড়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ও বাঘ প্রকল্পের প্রকল্প পরিচালক আমীর হোসাইন চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডির অর্থায়নে ওয়াইল্ডটিম, স্মিথসোনিয়ান কারজারভেশন ইনস্টিটিউট ও বাংলাদেশ বন বিভাগ সুন্দরবনে যৌথভাবে ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে বাঘ গণনা শুরু করে। ১১৪ কোটি টাকা ব্যয়ে ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পটি শেষ হয় ২০১৮ সালে।

জরিপে মোট চারটি ধাপে তিনটি ব্লকে ১৬৫৬ বর্গ কিলোমিটার এলাকায় ক্যামেরা বসিয়ে ২৪৯ দিন ধরে পরিচালিত ওই জরিপে ৬৩টি পূর্ণ বয়স্ক বাঘ, চারটি জুভেনাইল বাঘ (১২-১৪ মাস বয়সী) এবং পাঁচটি বাঘের বাচ্চার (০-১২ মাস বয়সী) দুই হাজার চারশ ৬৬টি ছবি পাওয়া যায়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top