
সেবা ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দায় গতকাল ১১ আগষ্ট রোববার বিকেলে এক লাখ ১০ হাজার জাল টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটক মো. সবুজ মিয়া বারহাট্টা উপজেলার রায়পুর ইউপির শিমুলিয়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, উপজেলার শুনই মুজিব নগর বাজারের অস্থায়ী পশুর হাট থেকে তিনটি গরু কেনেন সবুজ মিয়া। এ সময় তাকে সন্দকেহ হলে পুলিশকে খবর দেন ব্যাপারীরা। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর দেহ তল্লাশি করে এক হাজার টাকার ১১০টি জাল নোট উদ্ধার করা হয়। সবুজ মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।