
সেবা ডেস্ক: ঈদের নামাজের পর থেকে সারাদেশে শুরু হয়েছে কোরবানীর পশু জবাই। ইতোমধ্যে রাস্তাঘাটে জমতে শুরু করেছে পশুর বর্জ্য। এসব অপসারণে আজ সোমবার দুপুর থেকে রাজধানীজুড়ে থাকছে প্রায় ১৪ হাজার পরিচ্ছন্নতা কর্মী। সেই সঙ্গে দুই সিটি ইতোমধ্যে হটলাইন নম্বরও (০৯৬১১০০০৯৯৯) চালু করেছে। যাতে কোথাও বর্জ্য থাকলে সঙ্গে সঙ্গে তা ফোন করে জানানো যায়। নগরবাসীকে স্বস্তি দিতে এবার এসব ব্যবস্থা নিয়েছে দুই সিটি করপোরেশন।
এর আগে, পশু জবাইয়ের পর ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার দুপুর ২টায় উত্তরা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে দুপুর পৌনে ৩টায় ধোলাইখালে বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র সাঈদ খোকন।
ডিএনসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেন জানান, বর্জ্য ব্যবস্থাপনায় ডিএনসিসিতে এবার প্রায় ছয় হাজার কর্মী কাজ করবে। এদের মধ্যে ডিএনসিসির নিয়মিত কর্মী প্রায় আড়াই হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় পিডাব্লিউসিএসপিএর প্রায় সাড়ে চার হাজার কর্মী বর্জ্য অপসারণে কাজ করবে।
অন্যদিকে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন জানান, তাদের নিয়মিত কর্মী পাঁচ হাজার ২শ ৪১ জন। সঙ্গে থাকছে পিডাব্লিউসিএসপিএর প্রায় তিন হাজার কর্মী।
তবে সিটি করপোরেশনের এতসব উদ্যোগ সার্থক হবে যদি নগরবাসী সচেতন হন এবং সিটি করপোরেশনকে সহায়তা করেন। এমনটা মনে করে ঢাকা সিটির দুই মেয়র।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।