
সেবা ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে গতকাল ১১ আগষ্ট রোববার সকালে ঈদুল আজহা উপলক্ষে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেবিদ্বার কুইশা গাজী বাড়ির মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কুইশা গাজী বাড়ির মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষ মো. ইব্রাহীম খলিল, উপদেষ্টা আবদুল হক খোকন, উপদেষ্টা মো. লুৎফর রহমান লিলু প্রমুখ।
আবদুল হক খোকন বলেন, ধনী ও গরিবদের ঈদ আনন্দে কোনো পার্থক্য নেই। তাই আনন্দ ভাগাভাগি করতে আমাদের এ সামান্য প্রচেষ্টা। আগামীতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।