শাহজালালে ১৯১৫পিছ ইয়াবাসহ আটক এক

S M Ashraful Azom
0
1915 pieces of Yaba tablets seized at Shahjalal
সেবা ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯১৫টি ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে আবু সাইদ (২৮) নামে ওই যুবককে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। এএপি’র অতিরিক্ত এসপি আলমগীর হোসেন শীমুল ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন দুপুর ১টার দিকে টার্মিনালের বাইরে সন্দেহজনক ঘোরাফেরা করায় আবু সাইদকে জিজ্ঞাসাবাদ করে এএপি সদস্যরা। সে সময় উল্টপাল্টা কথা বললে তাকে সন্দেহ হয়। একপর্যায়ে এএপি কার্যালয়ে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইয়াবার কথা সে স্বীকার করে।

তিনি আরো বলেন, পরে তার দেহ তল্লাশি করে এক হাজার ৯১৫ টি ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top