
সেবা ডেস্ক: ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের মাঝে গরু ও ছাগল বিতরণ করলেন ঢাকার ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা।
ধামরাইয়ের ১৬টি ইউপিতে কর্মরত গ্রাম পুলিশের মাঝে উপহার হিসেবে তিনি এসব গরু-ছাগল বিতরণ করেন।
রোববার থানা চত্বরে তাদের হাতে দুটি ষাঁড় গরু ও ২টি ছাগল তুলে দেন ওসি।
এতে গ্রাম পুলিশ সদস্যরা বেশ খুশি হন। অন্যান্য বছরে গ্রাম পুলিশের মাঝে বিভিন্ন ধরনের ঈদসামগ্রী বিতরণ করলেও এ বছর ভিন্নতর উদ্যোগ গ্রহণ করায় অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধামরাই থানা পুলিশকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
সানোড়া ইউপির গ্রাম পুলিশ সদস্য সিরাজ উদ্দিন বলেন, আমরা ভাবতেও পারিনি ওসি স্যার ঈদ উপলক্ষে আমাদের গরু ও ছাগল দেবেন। আমরা অনেক খুশি।
ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ধামরাই থানা পুলিশের পক্ষ থেকে গ্রাম পুলিশের মাঝে সামান্য উপহার দিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।