
সেবা ডেস্ক: রাজধানী ঢাকা’র বংশালে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘জুম্মন গ্রুপ’র পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-১০। এরা হলো- জুম্মন হোসেন (১৮), নাসির (১৮), ফয়সাল (১৮), মঞ্জু (১৮) ও নাদিম (১৮)।
শনিবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৫টি চাকু, ২টি স্লুইস গিয়ার চাকু, ২০টি ব্লেড ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে বংশালে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘জুম্মন গ্রুপ’র ৫ সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে বংশাল, কোতোয়ালি ও কেরানীগঞ্জ এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। এছাড়া, জুম্মন গ্রুপের সদস্যরা অন্যান্য কিশোর অপরাধীদের সহায়তায় এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের মতো ভয়ংকর অপরাধে জড়িত।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।