
রফিকুল আলম,ধুনট: বিদেশে পাচারের উদ্যেশে বগুড়ার ধুনট উপজেলায় শিমুল প্রামানিক (৩০) নামে বুদ্ধি প্রতিবন্ধীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। অপহৃত শিমুল উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের সবার উদ্দিন প্রামানিকের ছেলে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জনের বিরুদ্ধে বুধবার রাতে ধুনট থানায় এ মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শিমুল প্রামানিক বুদ্ধি প্রতিবন্ধী হলেও সংসারের সব কাজকর্ম স্বাভাবিক ভাবে করতে পারেন। একই গ্রামের মোন্তেজার রহমানের ছেলে তাইজুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বড়দিঘি-কামারপাড়া এলাকায় গরু-ছাগলের খামার গড়ে তুলেছে। ওই খামারে চাকুরি দেওয়ার কথা বলে ৩ এপ্রিল দুপুরের দিকে শিমুলকে বাড়ি থেকে নিয়ে যায় খামার মালিক তাইজুল ইসলাম। এরপর থেকে শিমুল প্রামানিক নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় সবার উদ্দিন প্রামানিক বাদী হয়ে ২৭ জুন বগুড়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় খামার মালিক তাইজুল ইসলাম, তার স্ত্রী নাজমা ও রুপা খাতুনসহ ৫জনকে আসামী করা হয়েছে। বিচারক এজাহারটি আমলে নিয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা রেকর্ড করার আদেশ দেন।
এ বিষয়ে মামলার প্রধান আসামী খামার মালিক তাইজুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, আদালতের আদেশে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলাটি তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।