
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম হেরোইন সহ দুই জন মাদককাবারীকে গ্রেফতার করেছে।
গতকাল ৩১জুলাই বুধবার রাত নয়টার সময় এসআই মমিরুল এবং আশুতোশ এর নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের আলোকে পৌরসভার হিরকপাড়া এলাকা হতে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী আসামি ১। রানা প্রধান(৩৮) ও ২।সুব্রত @ শুভ @ ঠাকুর (২৯) কে ৩ শত পিস ইয়াবা ট্যাবলেট ও ১শত ৫০ গ্রাম হেরোইন সহ আটক করে।
গ্রেফতারকৃত মাদককারবারী আসামি ১। রানা প্রধান(৩৮) গোবিন্দগঞ্জ উপজেলার হাবিবপুর এলাকার আব্দুল ছালাম ছেলে ও ২।সুব্রত @ শুভ @ ঠাকুর (২৯) একই গ্রামের কার্তিক চন্দ্রের ছেলে ।
এ খবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,উদ্ধারকৃত ইয়াবা ও হেরোইন এর মুল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা। আসামি রানা ও ঠাকুর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আরো ০৩ এর অধিক মাদক মামলা বিচারাধীন আছে। এ বিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।