বয়স উচ্চতা অনুপাতে জেনে নিন আপনার ওজন কত?

S M Ashraful Azom
0

সেবা ডেস্ক: আমরা অনেকেই শুধু দেখেই কাউকে মোটা বা চিকন বলে থাকি। আসলে কিন্তু ব্যাপারটি তা নয়। চিকিৎসা বিজ্ঞান মতে বডি মাস ইনডেক্স বা বিএমআই নির্ণয় করে কাউকে রোগা বা মোটা বলা হয়ে থাকে।

বয়স উচ্চতা অনুপাতে জেনে নিন আপনার ওজন কত?


উচ্চতা সাপেক্ষে প্রতিটি মানুষের আছে একটি আদর্শ ওজন। ধারনা করা হয় যে ওজন যদি এই আদর্শ মাত্রায় থাকে, অর্থাৎ এর চাইতে বেশি বা কম না হয়ে থাকে, তাহলে মানুষটি সুস্থ দেহের অধিকারী।


আদর্শ ওজন নির্ণয়ের পদ্ধতিতে একজন ব্যক্তির ওজন কিলোগ্রামে মাপা হয়। এবং উচ্চতা মিটারে মাপা হয়। এবার ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করা হয়। এই ভাগফলকে বলে বিএমআই। বিএমআই ১৮ থেকে ২৪’র মধ্যে হলে স্বাভাবিক। ২৫ থেকে ৩০-এর মধ্যে হলে স্বাস্থ্যবান বা অল্প মোটা, ৩০ থেকে ৩৫-এর মধ্যে হলে বেশি মোটা। আর ৩৫-এর ওপরে হলে অত্যন্ত ও অসুস্থ পর্যায়ের মোটা বলা যেতে পারে।


অতিরিক্ত ওজন কিংবা অতি কম ওজন কারোরই কাম্য নয়। আমাদের মধ্যে অনেকেই আছেন বেঁটে কিন্তু মোটা, আবার অনেকে খুব লম্বা কিন্তু যেন তালপাতার সেপাই। এরকম অবস্থা মানে উচ্চতা অনুযায়ী তাঁদের ওজন ঠিক নেই। আপনার ওজন বেশি না কম, নাকি তা ঠিকই আছে তা বুঝতে হলে জেনে নিন উচ্চতা অনুযায়ী আপনার ওজন কতো :


উচ্চতা ৪’৭” পুরুষ(কেজি) ৩৯-৪৯ নারী (কেজি) ৩৬-৪৬, উচ্চতা ৪’৮” পুরুষ(কেজি) ৪১-৫০ নারী (কেজি) ৩৮-৪৮, উচ্চতা ৪’৯” পুরুষ(কেজি) ৪২-৫২ নারী (কেজি) ৩৯–৫০, উচ্চতা ৪’১০” পুরুষ(কেজি) ৪৪-৫৪ নারী (কেজি) ৪১–৫২, উচ্চতা ৪’১১” পুরুষ(কেজি) ৪৫-৫৬ নারী (কেজি) ৪২-৫৩, উচ্চতা ৫ফিট পুরুষ(কেজি) ৪৭-৫৮ নারী (কেজি) ৪৩-৫৫, উচ্চতা ৫’১” পুরুষ(কেজি) ৪৮-৬০ নারী (কেজি) ৪৫-৫৭, উচ্চতা ৫’২” পুরুষ(কেজি) ৫০-৬২ নারী (কেজি) ৪৬-৫৯, উচ্চতা ৫’৩” পুরুষ(কেজি) ৫১-৬৪ নারী (কেজি) ৪৮-৬১, উচ্চতা ৫’৪” পুরুষ(কেজি) ৫৩-৬৬ নারী (কেজি) ৪৯-৬৩, উচ্চতা ৫’৫” পুরুষ(কেজি) ৫৫-৬৮ নারী (কেজি) ৫১-৬৫, উচ্চতা ৫’৬” পুরুষ(কেজি) ৫৬-৭০ নারী (কেজি) ৫৩-৬৭, উচ্চতা ৫’৭” পুরুষ(কেজি) ৫৮-৭২ নারী (কেজি) ৫৪-৬৯, উচ্চতা ৫’৮” পুরুষ(কেজি) ৬০-৭৪ নারী (কেজি) ৫৬-৭১, উচ্চতা ৫’৯” পুরুষ(কেজি) ৬২-৭৬ নারী (কেজি) ৫৭-৭১, উচ্চতা ৫’১০” পুরুষ(কেজি) ৬৪-৭৯ নারী (কেজি) ৫৯-৭৫, উচ্চতা ৫’১১” পুরুষ(কেজি) ৬৫-৮১ নারী (কেজি) ৬১-৭৭, উচ্চতা ৬ ফিট পুরুষ(কেজি) ৬৭-৮৩ নারী (কেজি) ৬৩-৮০, উচ্চতা ৬’১” পুরুষ(কেজি) ৬৯-৮৬ নারী (কেজি) ৬৫-৮২, উচ্চতা ৬’২” পুরুষ(কেজি) ৭১-৮৮ নারী (কেজি) ৬৭-৮৪


শরীর অতিরিক্ত রুগ্ন হলে দেখতে খারাপ তো লাগেই, সাথে চেহারায় দ্রুত বলিরেখা পড়ে। অতি রুগ্ন মানুষ অপুষ্টির শিকার। ফলে পুষ্টি জনিত নানাবিধ রোগ, যেমন অ্যানিমিয়া বা রক্ত শুন্যতা, শারীরিক দুর্বলতা, নানা রকম চর্মরোগ ইত্যাদি হওয়ার প্রবল সম্ভাবন থাকে। অপুষ্টির শিকার হলে চুল পড়ে যাওয়া, দাঁত নষ্ট হয়ে যাওয়া, হাড় খয়ে যাওয়া সহ নানা রকম রোগ হতে পারে।


আবার শরীরে অতিরিক্ত চর্বি জমার ফলে মানুষ মোটা হয় বা ভুঁড়ি হয়। ফ্যাট সেল বা চর্বিকোষ আয়তনে বাড়ে তখন শরীরে চর্বি জমে। পেটে, নিতম্বে, কোমরে ফ্যাট সেল বেশি থাকে। অতিরিক্ত খাওয়ার জন্য দেহে চর্বি জমে, আবার যে পরিমাণ খাওয়া হচ্ছে বা দেহ যে পরিমাণ ক্যালরি পাচ্ছে সে পরিমাণ ক্ষয় বা ক্যালরি খরচ হচ্ছে না, এ কারণেও দেহে মেদ জমতে পারে। এগুলো শোনার বা জানার পর অনেকে হয়তো বলবেন, সঠিক পরিমাণে খাদ্য গ্রহণের পরও ওজন বেশি। তাদের অভিযোগ সঠিক। বংশগত কারণেও মানুষ মোটা হতে পারে।


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top