
সেবা ডেস্ক: ঢাকার তুরাগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে একটি বিকারী ও মিষ্টি তৈরি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার তুরাগের ধউর এলাকায় এই অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান দু’টি হলো-আজওয়াল লিমিটেড ও বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার।
ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। তাকে সহায়তা করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)ও ক্রাইম বিভাগ।
আদালত মেয়াদোত্তীর্ণ পনির রাখার অভিযোগে আজওয়াল লিমিটেড নামে একটি বেকারী ও পেস্টি তৈরির কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের প্রমাণ পেয়ে একই এলাকার বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠান দু’টি থেকে বিপুল পরিমাণ পচা-বাসি মিষ্টি ও খাদ্যদ্রব্য উদ্ধার করে ধ্বংস করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।