গ্রামীণফোন ও রবির সব প্যাকেজ বন্ধ হচ্ছে

S M Ashraful Azom
0
All Grameenphone and Robi packages are shutting down
সেবা ডেস্ক: বকেয়া টাকা পরিশোধ না করার শাস্তি হিসেবে বাংলাদেশের বৃহৎ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির চলমান ভয়েস ও ডাটা প্যাকেজের নবায়ন বন্ধ করা হচ্ছে। বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে মোবাইল অপারেটর দু’টির যেকোনো নতুন প্যাকেজ অনুমোদন স্থগিতে সংস্থাটির সাম্প্রতিক পদক্ষেপ আরও সম্প্রসারিত হচ্ছে। দুই অপারেটরের কাছ থেকে ১৩ হাজার ৪৪৬ কোটি ৯৫ লাখ নিরীক্ষা দাবি আদায়ের উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপটি নিয়েছে নিয়ন্ত্রণ কমিশন।

এ বিষয়ে বিটিআরসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, অনুমোদন নবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা।

এদিকে দুই মোবাইল অপারেটরের কর্মকর্তারা বলছেন, এসব উদ্যোগে গ্রাহকদের ভোগান্তি তীব্রতর হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top