সুস্থ হয়ে ফিরেছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৫ হাজার ৮৭২ রোগী

S M Ashraful Azom
0
Dengue fever has returned to 28,12 patients recovering
সেবা ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৫ হাজার ৮৭২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৮ হাজার ৭৭৬ জন রোগী। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২ হাজার ৩২৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ১৪০ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৬২৫ জন ভর্তি রয়েছেন।

প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০, মিটফোর্ড হাসপাতালে ১১৮, ঢাকা শিশু হাসপাতালে ৪৪, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৬, বিএসএমএমইউতে ৬৫, পুলিশ হাসপাতাল রাজারবাগে ২২, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৪, বিজিবি হাসপাতাল পিলখানায় ৪, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩১ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ২৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ২২৭ জন, খুলনা বিভাগে ১৭৯ জন, রংপুর বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, সিলেট বিভাগে ৩৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৭১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top