
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. প্রতাপ নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।
পরিসংখ্যানবিদ আব্বাছ আলীর সঞ্চালনায় এসময় বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুুব আলম, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, ওসি (তদন্ত)উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, মেডিকেল অফিসার ডা. জাহিদুল আরেফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ।
এ রোগ যেন গুজবে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা সচেতন হলে, বকশীগঞ্জবাসী সচেতন হলে ডেঙ্গুর মোকাবেলা করা সম্ভব হবে। এজন্য যার যার অবস্থান থেকে মানুষকে সচেতন করে তুলতে হবে। বাড়ির চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রেখে ডেঙ্গুর বিস্তার রোধ করতে হবে।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ গ্রহণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।