
শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে অস্ত্র আইনের মামলার আসামী সহ দুজনকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম।
বাঁশখালী থানার ওসি মোঃ রেজাউল করিম মজুমদারের নির্দেশে শনিবার (২৪ আগস্ট) গভীর রাতে পৃথক অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার আসামী মোঃ হারুন(৪২) ও পেনাল কোর্ডে দায়েরকৃত আসামী মোঃ আরিফ (২৬) কে আটক করেন থানা পুলিশের এসআই আতিকুল ইসলাম, এএসআই আকতার হোসেন, এএসআই বিপ্লব হোসেন, এএসআই, হারুন অর রশিদ সহ সঙ্গীয় ফোর্স।
থানা সূত্রে জানা যায়, আটককৃত আসামী মোঃ হারুন প্রকাশ লম্বা হারুন বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া ভিলেজার পাড়ার জাফর আহমদের পুত্র, অপর আসামী মোঃ আরিফ একই উপজেলার পূর্ব চাম্বল ৮নং ওয়ার্ডের রফিক আহমদের পুত্র।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার গভীর রাতে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামীদ্বয়কে গ্রেফতার করেছেন বলে জানান। আটককৃত আসামীদ্বয়কে শনিবার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে বলেও জানান তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।