রৌমারী মার্কিন রাষ্ট্রদুত মিলার, ১ লাখ ডলার অনুদান ঘোষনা

S M Ashraful Azom
0
Romari announces US $ 1 million grant, Miller ambassador
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল নটারকান্দি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরন করা হয়েছে।

২৪ আগষ্ট (শনিবার) বেলা পৌনে ১১টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার নগদ অনুদান, গৃহস্থালি সামগ্রী এবং মহিলা ও কিশোরীদের স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ করেন।

এ সময় মার্কিন রাষ্ট্রদুত মি: মিলারের সঙ্গে ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতান পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, ইউএসএইড বাংলাদেশ মিশন ডাইরেক্টর ডেভিট ব্রাউন, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডারেক্টর জিয়া চৌধুরী, সলিডারিটির পরিচালক হারুন অর রশিদ লাল প্রমুখ।

 ত্রাণ বিতরনকালে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদ‚ত বলেন, বাংলাদেশ উদারতার সঙ্গে রোহিঙ্গাদের যেভাবে আশ্রয় দিয়েছে সেটা প্রশংসার দাবিদার।

 রোহিঙ্গাদের সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের পাশে আছে  এবং সব সময় থাকবে।
এ সময় রাষ্ট্রদ‚ত আরোও বলেন, বন্যার ফলে আপনারা যে কষ্ট ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সেজন্য আমি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি।

বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্তদের কথা আমাদের মনে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পক্ষ থেকে ১লাখ ডলার সহায়তার ঘোষণা করা হয়েছে। এই সহায়তা পাবে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ হাজার মানুষ। যা বাস্তবায়িত হবে কেয়ার-বাংলাদেশের মাধ্যমে।

অষ্টমীর চরে অবস্থানকালে রাষ্ট্রদ‚ত মিলার বন্যা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সহায়তা কিভাবে বাংলাদেশ সরকারের ত্রাণ প্রচেষ্টার পরিপ‚রক হিসেবে কাজ করতে পারে সে সম্পর্কে জানতে স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সঙ্গে সাক্ষাত করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top