
সেবা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদরে গতকাল শুক্রবার বিকেলে এক স্কুলছাত্রীর বিয়ে ঠেকিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার পঙ্কজ বড়ুয়া।
ভুক্তভোগী স্কুলছাত্রী ওই উপজেলার সুলতানপুর ইউপির বিরামপুরের জহির মিয়ার মেয়ে।
ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, বিজয়নগরের পওন গ্রামের এক যুবকের সঙ্গে ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বর আসার আগেই বিয়ে বন্ধ করে দেয়। এ ঘটনায় মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।