
সেবা ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মশরাফি বিন মুর্তজা ঘুরতে এসেছেন। শুক্রবার দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নে তিনি আসেন।
সূত্রে জানা গেছে, নালিতাবাড়ীর যোগানিয়া ইউনিয়নে এক মেয়ে মাশরাফির বাড়ির গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সে সুবাদে মাশরাফি ওই গৃহকর্মী বাড়িতে বেড়াতে আসেন।
সময় তিনি কোন রকম পুলিশ প্রটোকল ছাড়াই বেড়াতে আসেন৷ যদিও তিনি এক জন সংসদ সদস্য।
সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।