করিমের খামার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশে

S M Ashraful Azom
0
Parents and students rally at Karim's Farm High School
ডাঃ জি.এম ক্যাপ্টেন কুড়িগ্রাম প্রতিনিধিঃ আজ শনিবার, কুড়িগ্রাম পৌরসভার করিমের খামার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ২৬ কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।

তোমরাই একদিন হবে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি। তোমরা হবে ডিসি, ইউএনও, লেখক ও বড় বড় চাকুরীজীবি। শুধু প্রতিষ্ঠানে বড় বড় ইমারত নির্মাণ হলেই হবে না, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার ইমারত মজবুত করতে হবে।

মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষকেরা মনোযোগের সাথে পাঠদান করাবেন। অভিভাবকেরা তাদের সন্তানদের যথারীতি তদারকি করবেন যেন তারা পাঠে মনোযোগী হয়।

২৪ আগস্ট সকাল ১১টায় করিমের খামার উচ্চ বিদ্যালয়ের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব এ্যাডঃ এ.এম.এম. সাম্্সউদ্দিন মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব করিমল হক, মোঃ আবু সুফিয়ান পাভেল, কুড়িগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ কাজিউল ইসলাম, সাংবাদিক আমানুর রহমান খোকন, প্রধান শিক্ষক সাফিনা বেগম, সহঃ প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ডাঃ জি.এম ক্যাপ্টেন, বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জিহাদ আক্তার ও জান্নাতুল মুক্তার সঞ্চালনায় সকল শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী শারীরিক প্রতিবন্ধী দিশা আক্তার।

বিভিন্ন বক্তাদের বক্তব্যের আলোকে প্রধান অতিথি অত্র বিদ্যালয়ে একটি বহুতল ভবন, একটি কম্পিউটার ল্যাব, বিদ্যালয়ের প্রাচীর ও শহীদ মিনার করার জন্য বরাদ্দ প্রদানের প্রতিশ্রæতি দেন। এছাড়াও ইতিমধ্যেই তিনি অত্র বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top