
সেবা ডেস্ক: বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে দেয়নি ঘাতকরা। ডিজিটাল বাংলাদেশ গড়ে সেই স্বপ্ন পূরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিচ্ছেন। বর্তমান প্রজন্মকেও তা ধারণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, ইউএনও সুশান্ত কুমার মাহাতো, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মঈনুল হাসান প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।