![]() |
সেবা ডেস্ক: গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল শ্রদ্ধা জানায়।
তিনি সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় বলেন, প্রথমবারের মতো জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন। শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন বলে জানান।
পরে বিকেলে স্থানীয় সার্কিট হাউজে প্রতিনিধি দলটি গোপালগঞ্জের ডিসি ও এসপির সঙ্গে মতবিনিময় করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।