
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় যমুনা পাড়ের ভান্ডারবাড়ি ও গোসাইবাড়ি ইউনিয়নের বানভাসি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে লাইট হাউসের উদ্যোগে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ শিশু খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া লাইট হাউসের নির্বাহি প্রধান হারুন-অর-রশিদ, সাংবাদিক হাসিবুর রহমান বিলু, বগুড়া লাইট হাউসের সহকারী পরিচালক ফারুক হোসেন, অডিটর শংকর শাহা, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ইউপি সদস্য দুদু মিয়া, লাইট হাউস ধুনট উপজেলা প্রজেক্ট কর্মকর্তা সানজিদা নাসরিন, প্রজেক্ট ফ্যাসিলিটেটর ওমর ফারুক ও নাজমা খাতুন প্রমুখ।
আলোচনা সভা শেষে যমুনা নদীর বানভাসি ২৪৮টি পরিবারের মায়েদের হাতে তাদের শিশুদের জন্য খাবার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।