
বকশীগঞ্জ প্রতিনিধি: বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণের বিতরণ করা হয়েছে। ১ আগস্ট বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৪,৫,৬,ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ত্রাণের চাল বিতরণ করা হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু প্রধান অতিথি থেকে বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেন।
সাধুরপাা ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, সরকারের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।
তার ইউনিয়নের শতভাগ গ্রাম ডুবে গিয়েছিল। এখনো কয়েকটি গ্রামে কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছে।
তিনি বন্যার্তদের জন্য আরো বরাদ্দ দেওয়ার জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।