
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় সরকারি গুদামে কৃষকদের কাছ থেকে দ্বিতীয় পর্যায়ের বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ধুনট এলএসডি খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা পরিতোষ কুমার কুন্ডু, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাহাবুদ্দিন, ধুনট উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।
উল্লেখ্য ধুনট উপজেলায় দ্বিতীয় পর্যায়ে কৃষকদের কাছ থেকে ৮৩৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।