জামালপুরের বাহাদুরাবাদ নিয়ে প্রামাণ্যচিত্র

S M Ashraful Azom
1
Documentary on Bahadurabad in Jamalpur
মুহাম্মদ সোলাইমান: জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত বাহাদুরাবাদ ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র “ঐতিহ্যে, গৌরবে বাহাদুরাবাদ”। নির্মাণ করেছেন লেখক ও তথ্যচিত্র নির্মাতা নয়ন আসাদ।

বহুল পরিচিত, আলোচিত ও ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ইউনিয়নটির অবস্থান জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। বলা যায়, বাংলাদেশের সবচেয়ে পরিচিত অঞ্চলগুলোর নামের মধ্যে একটি হচ্ছে বাহাদুরাবাদ। একসময় বাহাদুরাবাদ ছিল একটি কোলাহলপূর্ণ ব্যস্ত লোকালয়। সমৃদ্ধ এই অঞ্চলটি নদীভাঙ্গন ও নানা কারনে হারিয়েছে তার গৌরবোজ্জল সময়।

শুধুমাত্র দেশেই নয়, এক সময় এর পরিচিতি ছিল বিশ্বব্যাপী। বাহাদুরাবাদকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছিল, বাহাদুরাবাদ রেলওয়ে ফেরী ঘাট। ঐতিহ্যবাহী এই বাহাদুরাবাদকে নিয়েই নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ঐতিহ্যে, গৌরবে বাহাদুরাবাদ।

প্রামাণ্যচিত্রটির বিষয়ে নির্মাতা নয়ন আসাদ বলেন, “এই ছোট ইউনিয়নটির রয়েছে গর্ব করার মত অতীত। নতুন প্রজন্মের সাথে হারিয়ে যাওয়া ঐতিহ্যের পরিচয় করিয়ে দিতে প্রামাণ্যচিত্রটি ভূমিকা রাখবে”।

কয়েকটি পর্বে নির্মিত প্রামাণ্যচিত্রটি ধারাবাহিকভাবে প্রকাশিত হবে ইউটিউবে।
 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top